Saturday, February 18, 2012
ডেসটিনি ২০০০ লিমিটেড পতিতা বানাচ্ছে অনেক নারীকে
ডেসটিনি দাবি করে সারা দেশে ওদের ৪৫ লাখ সদস্য ছড়িয়ে আছেন। এদের মধ্যে শতকরা ৪৫ ভাগই হলেন নারী! অর্থাৎ প্রায় কুড়ি লাখ নারী সদস্য প্রতিদিন দেশের কোনো-না-কোনো প্রান্তে "নতুন গ্রাহক" সংগ্রহে মরিয়া হয়ে ছুটছেন। দেশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে দেখা যায়, এসব নারীদের অধিকাংশই সদস্য সংগ্রহের অন্যতম পন্থা হিসেবে নিজেদের ইজ্জত বিকিয়ে দিতেও কুন্ঠিত হচ্ছেননা। ডেসটিনি'র প্রশিক্ষণে নারীদের বলা হয়, "আপনার আসল সম্ভ্রম হলো অর্থ। যদি আপনি নিজেকে স্বয়ং সম্পূর্ণ হিসেবে গড়তে পারেন তাহলে সমাজে আপনার সম্মান থাকবে, মুল্য থাকবে। আর এটি অর্জনের জন্য যদি নতুন সদস্যদের সাথে সামান্য সেক্রিফাইস করতেও হয় সেটা কোনো গর্হিত কাজ নয়। আপনার দেহ বৃহত স্বার্থে বিকিয়ে দেয়ার পেছনে কোনই অনুশোচনা বা পাপবোধ থাকা অনুচিত। অসাবলোম্বী অবস্থায় একজন স্বামীর সংসারে গিয়ে প্রতিনিয়ত অপমান অপদস্থ হওয়ার চেয়ে এমনকি এক'শ জনের সজ্জা সঙ্গীনি হয়েও যদি আপনি সফলতা অর্জন করেন, তাহলে আপনার সব গ্লানি আর কষ্ট মুছে যাবে।" DETAILS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment